এসি কেবিন: ঢাকা-কলকাতা ট্রেন মৈত্রী এক্সপ্রেসের এসি কেবিনের প্রত্যেকটি টিকেটের দাম হলো ২,৯৩৫ টাকা। এর সঙ্গে আরও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স যোগ হবে। কাজেই ট্রেনের ভাড়া হিসেবে আপনার মোট ব্যয় হবে ৩,৪৩৫ টাকা।
এসি চেয়ার: ঢাকা-কলকাতা আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেসের প্রতিটি এসি চেয়ারের টিকেটের মূল্য পড়বে ১,৯৫৫ টাকা, এর সঙ্গে ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা। সব মিলিয়ে ভাড়া ২,৪৫৫ টাকা।
অন্যদিকে, ফিরতি রুটে কলকাতা থেকে ঢাকায় আসার প্রতিটি এসি কেবিন টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২,০১৫ রুপি এবং প্রতিটি এসি চেয়ারের ভাড়া ১,৩৪৫ রুপি।
আপনার সঙ্গে থাকা শিশুর বয়স যদি ১ থেকে ৫ বছরের মধ্যে হয়, তাহলে টিকেটের দামে ৫০% ছাড় প্রযোজ্য। সেক্ষেত্রে শিশুর বয়স তার পাসপোর্ট অনুযায়ী হিসেব করা হবে। একেকটি সিঙ্গেল কেবিনে ৩টি এবং ডাবল কেবিনে ৬টি আসন রয়েছে।
Vai emagreson a taka lagbo plz bolen
খরচের বিস্তারিত তথ্য আমাদের নিবন্ধে দেয়া আছে। আপনি বরং আরেকবার দেখুন। ধন্যবাদ।