দেশের বেশিরভাগ যাত্রী দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ট্রেন পছন্দ করেন। এটি আরামদায়ক এবং ঝামেলামুক্ত। আপনি যদি ট্রেনে ঢাকা থেকে খুলনায় যেতে চান, তাহলে রওনা হবার আগেই ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচি ও টিকেটের দাম সম্পর্কে জেনে নিলে একটি মনের মতো ভ্রমণের পরিকল্পনা করা আপনার জন্যে সহজ হবে।
সম্প্রতি ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচি পরিমার্জিত হয়েছে। তাই আমরা বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ সংশোধিত শিডিউল অনুসারে ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচি ও টিকেটের দাম বিষয়ে এখানে দেয়া তথ্যগুলিও হালনাগাদ করেছি।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিজস্ব হিসেব অনুযায়ী, রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪০৪ কিলোমিটার। অবশ্য সড়কপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব এর চেয়ে অনেক কম, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন অনুসারে সেটি মাত্র ২৭১ কিলোমিটার। রেল লাইন এঁকেবেঁকে গিয়েছে, যত বেশি সম্ভব জেলাকে পরস্পর যুক্ত করতে গিয়ে ডানে-বাঁয়ে মোড় নিয়েছে—সে কারণেই রেল ও সড়কের মধ্যকার দূরত্বে এত পার্থক্য। তবে ট্রেনের টিকেটের দাম বাসের ভাড়ার চেয়ে অনেক কম।
আপনি যদি রাজধানী ঢাকা থেকে সড়কপথে ও রেলপথে বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলির প্রকৃত দূরত্ব জানতে চান, তাহলে এটি দেখতে পারেন: Dhaka to All District Distance.
ঢাকা থেকে খুলনা ট্রেন
পরিচিতি, সময়সূচি ও বিরতিস্থল
ঢাকা থেকে খুলনা রুটে দু’টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ট্রেনগুলো দেশের এই দুই বৃহত্তম শহরের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বড় একটি অংশকে বহন করে। উল্টোপথে, খুলনা থেকে যারা ঢাকায় যান তাদেরও অনেকে বেছে নেন ট্রেন ভ্রমণ।
সুন্দরবন এক্সপ্রেস (ট্রেন কোড ৭২৬) হলো ঢাকা টু খুলনা ও খুলনা টু ঢাকা রুটে চলাচলকারী একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন। আপনি যদি দিনের বেলা ভ্রমণ করতে চান, তাহলে সুন্দরবন এক্সপ্রেস আপনার জন্যেই। ২০০৩ সালে ট্রেনটি উদ্বোধন করা হয়।
সময়সূচি:সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া ৮টায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছায়। সুন্দরবন এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলে, বুধবার হলো এর সাপ্তাহিক ছুটির দিন।
চিত্রা এক্সপ্রেস (ট্রেন কোড ৭৬৩) হলো ঢাকা থেকে খুলনা রেলপথের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন। ট্রেনটিতে মোট ১২টি বগিতে ৮৮১টি আসন রয়েছে। এসি কেবিন এবং এসি চেয়ার সহ সমস্ত আধুনিক সুবিধাই রয়েছে চিত্রা এক্সপ্রেসে। এতে বিশেষ উপলক্ষে অতিরিক্ত বগি যুক্ত করা হয়, যেমন দুই ঈদ।
সময়সূচি:চিত্রা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা ৭টায় এবং খুলনায় পৌঁছায় ভোররাত ৩টা ১০ মিনিটে। সোমবার হলো চিত্রা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন।
বিরতিস্থল:চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পূর্বোক্ত সুন্দরবন এক্সপ্রেসের ক্ষেত্রে উল্লিখিত সাবস্টেশনগুলিতে বিরতি নেয়।
ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচির পরে, এবার আমরা জানব এই রুটে ট্রেনের টিকিটের দাম সম্পর্কে। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ পরিমার্জিত মূল্যতালিকা অনুসারে আমরা উপরিউক্ত দু’টি আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেসের ঢাকা থেকে খুলনা ট্রেন টিকেটের দাম উল্লেখ করছি।
সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন মানের আসন রয়েছে। টিকেটের মূল্য নির্ভর করে আসনের মানের ওপর। টিকেট বুকিংয়ের সময় আপনি আপনার পছন্দ ও সাধ্য অনুসারে যে-কোনো মানের সিট বেছে নিতে পারেন। নিচের ছকে ঢাকা থেকে খুলনা ট্রেনের টিকেটের দাম সম্পর্কে বিস্তারিত দেয়া হলো।
ট্রেনে ভ্রমণ করতে টিকেট লাগে, আর এতদিন সেই টিকেট বুকিংয়ের একমাত্র উপায় ছিল রেলস্টেশনে সরাসরি হাজির হওয়া। তবে এখন আর এটা অপরিহার্য নয়। কেননা ট্রেনের টিকেট কেনার প্রক্রিয়া ডিজিটালাইজড হয়েছে। তাই এখন আপনি ঘরে বসে অনলাইনে ঢাকা থেকে খুলনা কিংবা অন্য যে-কোনো গন্তব্যের ট্রেন টিকেট কিনতে পারেন। বাংলাদেশ রেলওয়ে তাদের ই-সেবা ওয়েবসাইট (Esheba) ও রেল সেবা (Rail Sheba) মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে ট্রেনের টিকেট বুকিংয়ের সুবিধা চালু করেছে।
ই-টিকেটিং সার্ভিস কী? বাংলাদেশ রেলওয়ে থেকে অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কেনা বা বুক করা যায়? কীভাবে সেই টিকেটের দাম পরিশোধ করবেন, অনলাইনে? আসলে এটি একটি সহজ কাজ। আমরা একটি নিবন্ধে প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখিয়েছি। এখানে ক্লিক করুন: BD Railway Ticket Booking Online with Esheba & Mobile.
ঢাকা-খুলনা ট্রেন দেখুন ভিডিওতে
ঢাকা থেকে খুলনাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস দ্রুতবেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ভিডিওটি আপনার নিশ্চয়ই ভালো লাগবে।
ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচি ও টিকেটের দাম সম্পর্কে আপাতত এতটুকুই। আপনার ফিরতি যাত্রা সম্পর্কে জানতে, দেখুন: Khulna to Dhaka Train Schedule & Ticket Price 2021. অনুগ্রহপূর্বক নিচে মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মতামত রেখে যান। যদি বিশেষ কিছু বলবার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। এতক্ষণ পর্যটন ডটকম-কে সঙ্গ দেয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
You are right. Criticism is going on across the country about some irregularities and mismanagement of the railways. Above all, the ticket booking and payment system should be made easier and modernized. I hope the concerned authorities will look into the issues.
Easy booking, Easy payment system is required.
You are right. Criticism is going on across the country about some irregularities and mismanagement of the railways. Above all, the ticket booking and payment system should be made easier and modernized. I hope the concerned authorities will look into the issues.