সুন্দরবন এক্সপ্রেস (ট্রেন কোড ৭২৬) হলো ঢাকা টু খুলনা ও খুলনা টু ঢাকা রুটে চলাচলকারী একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন। আপনি যদি দিনের বেলা ভ্রমণ করতে চান, তাহলে সুন্দরবন এক্সপ্রেস আপনার জন্যেই। ২০০৩ সালে ট্রেনটি উদ্বোধন করা হয়।
সময়সূচি: সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া ৮টায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছায়। সুন্দরবন এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলে, বুধবার হলো এর সাপ্তাহিক ছুটির দিন।
বিরতিস্থল: সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নিম্নলিখিত ২০টি স্টেশনে বিরতি নেয়:
দৌলতপুর, নয়াপাড়া, যশোর জংশন, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, ভেড়ামারা, ঈশ্বরদী জংশন, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, জামতৈল জংশন, এম মনসুর আলি, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মৌচাক এবং জয়দেবপুর জংশন এবং ঢাকা বিমানবন্দর রেলস্টেশন।
Easy booking, Easy payment system is required.
You are right. Criticism is going on across the country about some irregularities and mismanagement of the railways. Above all, the ticket booking and payment system should be made easier and modernized. I hope the concerned authorities will look into the issues.