ঢাকা থেকে সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের ফোন
To read it in English, Click Here.
সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে সিলেটে যাতায়াত করেন, ভ্রমণ বা বাণিজ্যিক উদ্দেশ্যে। তাঁরা জানতে চান কীভাবে ঢাকা থেকে সিলেট যেতে হবে, ঢাকা-সিলেট রুটে কোন্ কোন্ বাস চলাচল করে, এসব বাসের টিকেট কাউন্টারগুলো কোথায় কোথায় আছে এবং তাদের মোবাইল নম্বর আছে কি না, সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত এবং পৌঁছুতে কতক্ষণ সময় লাগে, ঢাকা টু সিলেট বাসের ভাড়া কত ইত্যাদি।
হ্যাঁ, এই নিবন্ধে রয়েছে বাসে চড়ে ঢাকা থেকে সিলেট যাবার সকল তথ্য এবং এ নিয়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি এটি আপনার খারাপ লাগবে না।
Check also: Sylhet to Dhaka Bus : Ticket Price & Contacts.
বিষয়সূচি
ঢাকা থেকে সিলেটের দূরত্ব
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-এর হিসেব মতে, সড়কপথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে ২৪৫ কিলোমিটার। আর রেলপথে ঢাকা থেকে সিলেট শহর ৩১৯ কিলোমিটার দূরে। বর্তমানে ঢাকা ও সিলেটের মধ্যে ৮টি নন-এসি ও ৫টি এসি বাস চলাচল করছে। এর মধ্যে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড, হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলী পরিবহনের বাস সবচেয়ে জনপ্রিয়।
ঢাকা থেকে বাসে করে সিলেট পৌঁছুতে মোটামুটি ৬ ঘণ্টা সময় লাগে।
প্রসঙ্গত, বাংলাদেশ রেলওয়ে ঢাকা-সিলেট রুটে ৪টি আন্তঃনগর এবং ১টি মেইল ট্রেন পরিচালনা করছে। পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ভোর ০৬:২০-এ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায় এবং দুপুর ১টায় সিলেটে পৌঁছয়। ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট মূল্য হলো ১ম শ্রেণী চেয়ার ৪২৫ টাকা। আপনি যদি ঢাকা টু সিলেট রুটের সকল ট্রেনের সময়সূচি এবং সকল শ্রেণীর টিকেটের দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই লেখাটি দেখুন: ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচি ও টিকিটের মূল্য।
আর রাজধানী থেকে সড়ক ও রেলপথে দেশের সকল জেলা শহরের দূরত্ব জানতে পারবেন এখানে: ঢাকা থেকে সকল জেলার দূরত্ব।
ঢাকা থেকে সিলেটগামী বাসের তালিকা
ঢাকা টু সিলেট মহাসড়ক বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলির একটি। অনেক বাস কোম্পানি এই রুটে যাত্রীসেবা প্রদান করে আসছে। এই পথে এসি এবং নন-এসি দু’ ধরণের বাসই চলাচল করে থাকে।
তাই আমরা এখানে ঢাকা থেকে সিলেটগামী বাসগুলোকে দু’টি ভাগে ভাগ করে আলোচনা করেছি: এসি বাস ও নন-এসি বাস। এসি বাসের ভাড়া সাধারণত নন-এসি বাসের চেয়ে আড়াই গুণ বা তারও কিছুটা বেশি হয়ে থাকে।
ঢাকা টু সিলেট নন-এসি বাসের ভাড়া: ৪০০-৪৭০ টাকা।
ঢাকা টু সিলেট এসি বাসের ভাড়া: ৯০০-১২০০ টাকা।
ঢাকা-সিলেট নন-এসি বাস সমূহ
- এনা পরিবহন
- হানিফ এন্টারপ্রাইজ
- শ্যামলী পরিবহন
- ইউনিক সার্ভিস
- আল-মোবারাকা।
ঢাকা-সিলেট এসি বাস সমূহ
- গ্রীনলাইন পরিবহন
- এনা পরিবহন
- লন্ডন এক্সপ্রেস
- গোল্ডেন লাইন পরিবহন।
রাজধানী ঢাকা থেকে সিলেট শহরের উদ্দেশে বাসগুলি ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালি ইত্যাদি বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। উল্লেখ্য, এখানে দেখানো তালিকার বাইরেও সিলেটগামী বাস রয়েছে, যেমন সৌদিয়া, মামুন। তবে যাত্রী পরিষেবার মান বিবেচনা করে আমরা এই তালিকাটি সংক্ষিপ্ত করেছি।
ঢাকা টু সিলেট রুটে সবচেয়ে বেশি সংখ্যক বাস চালায় এনা পরিবহন। আপনি এই বাস সার্ভিসের ঢাকা সহ সারাদেশে ছড়িয়ে থাকা আরও কাউন্টারের মোবাইল নম্বর জানতে পারবেন এখানে: Ena Bus Ticket Counters.
ঢাকা টু সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের মোবাইল নম্বর
নন-এসি বাস সমূহ
বাসের নাম | ভাড়া | কাউন্টার ও মোবাইল |
---|---|---|
এনা পরিবহন |
৪৭০ টাকা | মহাখালি: 01760-737650 ফকিরাপুল: 01869-802736 মীরপুর: 01869-802731 আব্দুল্লাহপুর: 01869-802729 সায়েদাবাদ: 01869-802738 |
হানিফ এন্টারপ্রাইজ |
৪৭০ টাকা | কল্যণপুর: 01713-049540 শ্যামলী: 01713-402639 গাবতলী: 02-9012902 ফকিরাপুল: 02-7191512 সায়েদাবাদ: 01713-402673 |
শ্যামলী পরিবহন |
৪৭০ টাকা | গাবতলী: 01865-068925 আসাদগেট: 01714-619173 কল্যাণপুর: 01716-478951 সায়েদাবাদ: 02-7541336 ফকিরাপুল: 02-7193725 |
ইউনিক সার্ভিস |
৪৭০ টাকা | আসাদগেট: 01963-622255 ফকিরাপুল: 01963-622226 মীরপুর ১০: 01963-622240 কমলাপুর: 01963-622299 সায়েদাবাদ: 01963-622235 |
আল- মোবারাকা |
৪০০ টাকা | ঢাকা কাউন্টার: 01610-801024 ফকিরাপুল: 01610-801025 চিটাগাং রোড: 01610-801027 বেলানগর: 01610-801028 |
শ্যামলী বাসের ঢাকা ও কলকাতার সকল কাউন্টারের মোবাইল নম্বর আছে এখানে: Shyamoli Paribahan.
ঢাকা টু সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের মোবাইল নম্বর
এসি বাস সমূহ
বাসের নাম | ভাড়া | কাউন্টার ও মোবাইল |
---|---|---|
গ্রীনলাইন পরিবহন |
৳ ৯৫০-১২০০ | আরামবাগ: 01730-060009 ফকিরাপুল: 01730-060013 কলাবাগান: 01730-060006 কল্যাণপুর: 01730-060081 বাড্ডা: 01970-060074 |
এনা পরিবহন |
৳ ১২০০ | মহাখালি: 01760-737650 বিমানবন্দর: 01760-737652 টঙ্গী: 01760-737653 সায়েদাবাদ: 01869-802738 ফকিরাপুল: 01869-802736 |
লন্ডনএক্সপ্রেস | ৳ ৯০০-১২০০ | আরামবাগ: 01701-220011 কলাবাগান: 01701-220033 উত্তরা: 01701-220012 |
গোল্ডেন লাইন পরিবহন |
৳ ১০০০-১২০০ | কল্যাণপুর: 01705-408500 নবীনগর: 01733-208884 রায়ের বাজার: 01733-208885 গুলিস্তান: 01733-036003 সায়েদাবাদ: 01709-642585 |
আরও দেখুন: Hanif Bus Counters, Location & Phone
ঢাকা-সিলেট বাসের এসব তথ্য পরিবর্তনশীল
ঢাকা থেকে সিলেটগামী বাস সমূহের ভাড়া এবং কাউন্টার সমূহের যেসব ফোন নম্বর আমরা এখানে উদ্ধৃত করেছি, সেসব তথ্য যে-কোনো সময় পরিবর্তন হতে পারে। যদি আপনি কোনও তথ্য ভুল দেখতে পান, তবে দয়া করে আমাদেরকে জানান। তাহলে আমরা তৎক্ষণাৎ সেটা শুধরে নিতে চেষ্টা করব। কোনো বিশেষ বাসের সার্ভিস সম্পর্কে আপনার কোনো অভিযোগ থাকলে সঙশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলুন। পর্যটনের ফেইসবুক পাতায় লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন, তাহলে ভ্রমণ ও যাতায়াত সম্পর্কিত সর্বশেষ তথ্য-উপাত্ত সহজেই আপনার নাগালে পৌঁছে যাবে। আপনি কোন্ বাসে ভ্রমণ করেছিলেন এবং তার সেবার মান কেমন ছিল সেই বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা নিচে মন্তব্যের ঘরে লিখে রেখে যেতে পারেন, আপনার পর্যালোচনা যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ওই বাস কর্তৃপক্ষকে তাদের যাত্রীসেবার মান আরও উন্নত করতে সহায়তা করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার যাত্রা সুন্দর হোক!