ঢাকা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে হলে আগে আপনাকে চট্টগ্রামে পৌঁছুতে হবে। কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি বাসে এবং সায়দাবাদ বাস স্টেশন থেকে সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক সার্ভিস প্রভৃতি বাসে চড়ে আপনি পৌঁছে যেতে পারেন চট্টগ্রাম। গ্রিনলাইন, সোহাগ, সৌদিয়া, হানিফ ইত্যাদি পরিবহনের এসি বাস চট্টগ্রামে যায়—ভাড়া ৮৫০-১১০০ টাকা। নন-এসি বাসের মধ্যে রয়েছে এস. আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ঈগল প্রভৃতি পরিবহনের বাস—ভাড়া পড়বে ৪০০-৫০০ টাকা।