‘পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে?’ একজন দার্শনিক কবি তাঁর গানে এই অবাক প্রশ্নটি গেঁথে রেখে গিয়েছেন। পথ আসলে সবাইকেই ডাকে। আপনি কি সেটা শুনতে পান? আপনি কি জানেন যে ভ্রমণে লাভ কী? এই নিবন্ধে, আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে বলেছি। কেন আপনার ভ্রমণে বেরোনো উচিত, এই লেখা আপনাকে তা-ই বলবে।