ভোলাগঞ্জ সাদা পাথর
সাদা পাথর সিলেটের একটি নতুন পর্যটন এলাকা। চোখ যায় যদ্দুর স্তরে স্তরে সাদা পাথর-বিছানো খোলা প্রান্তর। পাহাড়ি ঢলে মেঘালয় থেকে গড়িয়ে নামা এসব সাদা পাথর এখানে তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর ভূপ্রকৃতি। সাদা পাথরের প্রাচুর্য থেকে তারপর এলাকাটারই নাম হয়ে গেছে সাদা পাথর। দু’দিকে ঢেউ-খেলানো পর্বতপ্রাচীর। মাঝখানে মেঘালয় পাহাড় থেকে লাফিয়ে-পড়া স্ফটিকস্বচ্ছ জলের তীব্র স্রোত বইছে কুলকুল শব্দে চারদিক মুখর করে। সেই জলে নীল আকাশ আর সবুজ পাহাড়ের ঘন ছায়া পড়েছে।