সিলেটের উদ্দেশে বাস ছেড়ে যায় ঢাকার প্রধানত গাবতলি, সায়েদাবাদ, ফকিরাপুল ও মহাখালি বাস টার্মিনাল থেকে৷ বাসগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ বিলাসবহুল এসি বাসের পাশাপাশি রয়েছে সাশ্রয়ী নন-এসি বাস। তন্মধ্যে জনপ্রিয় ও বেশি পরিচিত ৮টি নন-এসি ও ৫টি এসি বাসের তথ্য নিচে দেয়া হলো:
নন-এসি: এনা পরিবহন (ভাড়া: ৪৭০ টাকা; মহাখালি: 01760-737650), শ্যামলি পরিবহন (ভাড়া: ৪৭০ টাকা; গাবতলি: 01865-068925), হানিফ এন্টারপ্রাইজ (ভাড়া: ৪৭০ টাকা; সায়েদাবাদ: 01713-402673), ইউনিক সার্ভিস (ভাড়া: ৪৭০ টাকা; ফকিরাপুল: 01963-622226) ও আল-মোবারাকা (ভাড়া: ৪০০ টাকা; ফকিরাপুল: 01610-801025)।
এসি: গ্রীন লাইন (ভাড়া ৯৫০-১২০০ টাকা; আরামবাগ: 01730-060009), এনা পরিবহন (ভাড়া: ১২০০ টাকা; মহাখালি: 01760-737650), লন্ডন এক্সপ্রেস (ভাড়া: ৯০০-১২০০ টাকা; উত্তরা: 01701-220012), গোল্ডেন লাইন পরিবহন (ভাড়া: ১০০০-১২০০ টাকা; গুলিস্তান: 01733-036003)।
ঢাকা টু সিলেট বাসে আরও তথ্য ও ফোন নম্বর দেখুন এখানে: Dhaka to Sylhet Bus: Ticket Price & Contacts.