বাংলাদেশ

বর্ষায় সিলেট ভ্রমণ : সেরা পাঁচ গন্তব্য

বর্ষায় সিলেট ভ্রমণ : সেরা পাঁচ গন্তব্য

বর্ষাকাল কি ঘোরাঘুরির সময়? আপনি হয়তো এককথায় ‘না’ বলে দেবেন। কিন্তু গন্তব্য যখন সিলেট, তখন আপনাকে ‘হ্যাঁ’ বলতে হবে। কারণ প্রকৃতির রানি সিলেটের প্রায় সব পর্যটনকেন্দ্র তার রূপের পেখম মেলে বর্ষাকালেই। বারবার বৃষ্টির বাগড়া, জলকাদায় মাখামাখি পথ—এর মধ্যে ভ্রমণ কিছুটা কষ্টকর বটে। তবু আমি আপনাকে ‘এলাহি ভরসা’ বলে বেরিয়ে পড়তে বলব। কারণ বাংলাদেশে প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের বারো আনাই পড়েছে বর্ষণমুখর সিলেটে। বাকি চার আনা হলো কক্সবাজারের সাগর আর বান্দরবানের পাহাড়। এছাড়া বাদবাকি বাংলাদেশে দেখার তেমন কিছু নেই। শুধু কালের করাল গ্রাসে জীর্ণ কিছু রাজবাড়ি-জমিদারবাড়ির ধ্বংসাবশেষ আর চাপা-পড়া ইট-সুরকির কয়েকটা স্তূপ আছে ছড়িয়ে ছিটিয়ে।

ভোলাগঞ্জ সাদা পাথর

Bholaganj Sada Pathor Sylhet

সাদা পাথর সিলেটের একটি নতুন পর্যটন এলাকা। চোখ যায় যদ্দুর স্তরে স্তরে সাদা পাথর-বিছানো খোলা প্রান্তর। পাহাড়ি ঢলে মেঘালয় থেকে গড়িয়ে নামা এসব সাদা পাথর এখানে তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর ভূপ্রকৃতি। সাদা পাথরের প্রাচুর্য থেকে তারপর এলাকাটারই নাম হয়ে গেছে সাদা পাথর। দু’দিকে ঢেউ-খেলানো পর্বতপ্রাচীর। মাঝখানে মেঘালয় পাহাড় থেকে লাফিয়ে-পড়া স্ফটিকস্বচ্ছ জলের তীব্র স্রোত বইছে কুলকুল শব্দে চারদিক মুখর করে। সেই জলে নীল আকাশ আর সবুজ পাহাড়ের ঘন ছায়া পড়েছে।

টাঙ্গুয়ার হাওরে নৌকা : তথ্য, ভাড়া, ফোন

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ নৌকা ভাড়া ২০২৩

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে আপনি একটি অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। ভ্রমণের ভালো সময় বর্ষা। হাওর ছাড়াও দেখে আসবেন শহীদ সিরাজ লেক, জাদুকাটা নদী, বারেকের টিলা, লাকমা ছড়া, চানপুর ঝরনা, শিমুল বাগান, শাহ আরিফীনের মাজার, অদ্বৈত মহাপ্রভুর মন্দির ও হলহলিয়ার রাজবাড়ি। এ সবই জলমগ্ন ও জললগ্ন। চলাচলের বাহন নৌকা। এসব নৌকার ভাড়া, সুযোগ-সুবিধা ও ফোন নম্বর নিয়েই এই লেখা।

টাঙ্গুয়ার হাওর

Tanguar Haor in monsoon

টাঙ্গুয়ার হাওর বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায়। প্রায় একশো বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠেপানির জলাভূমি। সুন্দরবনের পরে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইটের মর্যাদা পেয়েছে।

ভারতের মেঘালয় পর্বতমালা থেকে ত্রিশটি ঝর্ণাধারা গড়িয়ে এসে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। এই হাওর হলো ২০৮ প্রজাতির পাখি, ১৫০ প্রজাতির জলজ উদ্ভিদ, ৩৪ প্রজাতির সরীসৃপ এবং ১১ প্রজাতির উভচর প্রাণীর অভয়াশ্রম। প্রতিবছর শীতে দুনিয়ার বিভিন্ন শৈত্যপীড়িত দেশ থেকে অন্তত ২০০ প্রজাতির পাখি উড়ে এসে ঠাঁই নেয় টাঙ্গুয়ার হাওরে।

পতেঙ্গা সমুদ্র সৈকত : ছবি ও ভ্রমণ-তথ্য

Patenga Sea Beach, Chittagong.

পতেঙ্গা সমুদ্র সৈকত, কক্সবাজার এবং কুয়াকাটার পরে, বাংলাদেশের তৃতীয় পর্যটকপ্রিয় সৈকত—যদিও তা ওই দু’টোর মতো অত বড় নয়। তবে এটা শহরের কাছেই, আর যাতায়াতও সহজ। তাই আপনি কম সময়ে এবং কম খরচেই এই সৈকত থেকে ঘুরে আসতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

সবার ওপরে জাফলং

জাফলং, সিলেট। Jaflong, Sylhet.

জাফলং, সিলেট। প্রকৃতিকন্যা নামে খ্যাত। এখানে আছে জাফলং ভ্রমণের সব তথ্য: কী আছে দেখার মতো, জাফলং কীভাবে যাবেন, জাফলং হোটেল রিসোর্ট কিছু আছে কি না ইত্যাদি, ভ্রমণের আগে যা যা আপনার জানা দরকার সব তথ্যই তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন কিছু ছবি।

লালাখাল : সিলেটের নীলনদ

Lalakhal Shari river, Sylhet

লালাখাল সিলেটের নীলনদ হিসেবে খ্যাত। লালাখালে দেখার কী কী আছে, লালাখাল ভ্রমণের ভালো সময় কী, কীভাবে সেখানে যেতে হয়, ভাড়া কত, হোটেল-রিসোর্ট কোথায় ইত্যাদি সব তথ্য নিয়ে এই লেখা।

নুহাশ পল্লী

Nuhash Polli, Gazipur. নুহাশ পল্লী, গাজীপুর।

নুহাশ পল্লী, গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থান। দেখার মতো কী কী আছে নুহাশ পল্লীতে, কীভাবে যাবেন, নুহাশ পল্লী পরিদর্শনের সময়সূচি ও ফি এবং নুহাশ পল্লীর আশেপাশের বেড়ানোর জায়গা নিয়ে এই লেখা।

সন্দ্বীপ সন্দর্শন

সন্দ্বীপ ভ্রমণ, Sandwip Travel.

তিন হাজার বছর ধরে নদীর স্রোত আর সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে আছে সন্দ্বীপ। চারদিক থেকে বিরাট নদী আর বিশাল সাগরের হাতছানি, বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, শতাব্দীপ্রাচীন স্থাপনা, নদীর বুকে জেগে ওঠা চর, পাখ-পাখালির কলকাকলি এবং স্থানীয় মানুষদের অকৃত্রিম জীবনধারা—সন্দ্বীপের এমন সবকিছুই দেখার মতো। শীতকালে ক্যাম্পিংয়ের জন্যে সন্দ্বীপ একটি দারুণ জায়গা।

Adblock Detected!

Please help us run the website by disabling your ad blocker.

Refresh Page
Scroll to Top
Scroll to Top