চট্টগ্রাম

পতেঙ্গা সমুদ্র সৈকত : ছবি ও ভ্রমণ-তথ্য

Patenga Sea Beach, Chittagong.

পতেঙ্গা সমুদ্র সৈকত, কক্সবাজার এবং কুয়াকাটার পরে, বাংলাদেশের তৃতীয় পর্যটকপ্রিয় সৈকত—যদিও তা ওই দু’টোর মতো অত বড় নয়। তবে এটা শহরের কাছেই, আর যাতায়াতও সহজ। তাই আপনি কম সময়ে এবং কম খরচেই এই সৈকত থেকে ঘুরে আসতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

সন্দ্বীপ সন্দর্শন

সন্দ্বীপ ভ্রমণ, Sandwip Travel.

তিন হাজার বছর ধরে নদীর স্রোত আর সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে আছে সন্দ্বীপ। চারদিক থেকে বিরাট নদী আর বিশাল সাগরের হাতছানি, বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, শতাব্দীপ্রাচীন স্থাপনা, নদীর বুকে জেগে ওঠা চর, পাখ-পাখালির কলকাকলি এবং স্থানীয় মানুষদের অকৃত্রিম জীবনধারা—সন্দ্বীপের এমন সবকিছুই দেখার মতো। শীতকালে ক্যাম্পিংয়ের জন্যে সন্দ্বীপ একটি দারুণ জায়গা।

Adblock Detected!

Please help us run the website by disabling your ad blocker.

Refresh Page
Scroll to Top
Scroll to Top