সিলেট শহরের বন্দরবাজারে পাকশি রেস্তোরাঁ ও হোটেল এশিয়া, জিন্দাবাজারে পানসি, পাঁচ ভাই ও ভোজনবাড়ি, চৌহাট্টায় আলপাইন রেস্তোরাঁ এবং আম্বরখানায় হাবিব রেস্টুরেন্ট ও ইষ্টিকুটুম রেস্টুরেন্টে ভালো মানের খাবার পাওয়া যায়। তবে সাশ্রয়ী মূল্য ও রান্নার প্রকারের প্রাচুর্যের জন্যে পাঁচ ভাই সবচেয়ে জনপ্রিয়।
যাবার পথে কোম্পানিগঞ্জ সদরে কিংবা টুকেরবাজারে নেমেও খাবার কাজ সেরে নিতে পারেন। কোম্পানিগঞ্জ সদরে মহাসড়কের পাশেই রয়েছে পানসি বাড়ি রেস্তোরাঁ, যাতে মাছ-মাংস-সবজির প্রায় সব আইটেমই ন্যায্য মূল্যে পাওয়া যায়। অধিকন্তু, পর্যটক দলের জন্যে রয়েছে এর স্পেশাল পার্শেল সার্ভিস। পানসি বাড়ি রেস্তোরাঁয় আগাম অর্ডারের জন্যে ০১৭০৭-৩৯৪০৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন।
এছাড়া টুকেরবাজারে নবীণ হোটেল এবং ভোলাগঞ্জ দশ নম্বর এলাকার নৌকোঘাটে মেঘের বাড়ি হোটেলেও মাঝারি মানের খাবার ব্যবস্থা আছে। তবে টুকেরবাজার ও ভোলাগঞ্জের হোটেলগুলির পরিবেশ ধূলিমলিন, কাজেই সিলেট শহর কিংবা কোম্পানিগঞ্জ সদরকেই খাওয়া-দাওয়ার জন্যে পরিকল্পনায় রাখা সুবিধেজনক হবে।